ওয়েব ডেস্ক: জ্যোতির্বিজ্ঞানের তথ্য ঘাঁচলে জানা যাচ্ছে, এক ঐতিহাসিক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। বহু প্রজন্মে একবারই ঘটে এমন বিরল দৃশ্যের অপেক্ষায় দিন গোনা শুরু হয়েছে। শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের (Longest Solar Eclipse) দিকে তাকিয়ে রয়েছে বিজ্ঞানী থেকে শুরু করে আকাশপ্রেমীরা। সূর্য যখন চাঁদের আড়ালে সম্পূর্ণভাবে চলে যাবে, তখন দিনের আলো ম্লান হয়ে হঠাৎ করেই অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল। কারণ, চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে। একবিংশ শতাব্দীর বৃহত্তম সূর্যগ্রহণ হিসেবে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে এই বিরল ঘটনা।
২০২৭ সালের সূর্যগ্রহণ কেন এত বিশেষ?
নাসা ও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, ২ অগাস্ট ২০২৭ সালের পূর্ণ সূর্যগ্রহণ হবে ব্যতিক্রমী ও দর্শনীয়। এই গ্রহণে সর্বাধিক ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে চাঁদের আড়ালে থাকবে। এত দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত বিরল, যা এই ঘটনাকে আধুনিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনায় পরিণত করেছে। বিশেষ করে মিশরের লুক্সরের কাছাকাছি অঞ্চল থেকে পূর্ণগ্রাস দশার দীর্ঘতম পর্যায়টি দেখা যাবে। সেখানে পর্যবেক্ষকরা আকাশের অস্বাভাবিক দীর্ঘ ও নাটকীয় অন্ধকার প্রত্যক্ষ করবেন।
কীভাবে ঘটে পূর্ণ সূর্যগ্রহণ?
পূর্ণ সূর্যগ্রহণ তখনই ঘটে, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে এসে অবস্থান করে এবং অল্প সময়ের জন্য সূর্যের চাকতিকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে। এই সময় দিনের আলো হঠাৎ গোধূলির মতো হয়ে যায়, যা প্রকৃতিতে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে।
পূর্ণগ্রহণের সময় কী ঘটে?
পূর্ণগ্রাস চলাকালীন আকাশ ভোর বা সন্ধ্যার মতো অন্ধকার হয়ে যায়। আকাশে তারা ও গ্রহ দৃশ্যমান হয়, তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং অনেক প্রাণীর আচরণেও অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। চাঁদের চারপাশে উজ্জ্বল বলয়ের মতো সূর্যের করোনা স্পষ্টভাবে দেখা যায়, যা এই ঘটনার অন্যতম আকর্ষণ।
পূর্ণগ্রাস পথ: কোথায় দেখা যাবে সম্পূর্ণ সূর্যগ্রহণ?
পূর্ণগ্রাসের পথ বলতে সেই অঞ্চলগুলিকে বোঝায়, যেখানে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে। এই পথ বিস্তৃত হবে দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের উপর দিয়ে। এর অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে স্পেন, জিব্রাল্টার, মরক্কো, আলজেরিয়া, টিউনিশিয়া, লিবিয়া, মিশর, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়া। পাশাপাশি গ্রহণটি আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশের উপর দিয়েও অতিক্রম করবে।
যে শহরগুলি থাকবে পূর্ণগ্রাসের আওতায়
ক্যাডিজ (স্পেন), জিব্রাল্টার, তাঞ্জিয়ার্স (মরক্কো), বেনগাজি (লিবিয়া), লুক্সর (মিশর) এবং জেদ্দা (সৌদি আরব) — এই শহরগুলি থেকে বিরল এই সৌর ঘটনাটি সম্পূর্ণভাবে দেখা যাবে। ফলে এই এলাকাগুলিতে বিপুল সংখ্যক জ্যোতির্বিজ্ঞানী, আকাশ পর্যবেক্ষক, পর্যটক ও কৌতূহলী মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
ভারতে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ?
ভারতে এই গ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ হিসেবে দৃশ্যমান হবে না। দেশের বিভিন্ন অংশ থেকে কেবল আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যেখানে সূর্যের একটি অংশ চাঁদের দ্বারা আবৃত থাকবে। অর্থাৎ, আগের উল্লিখিত দেশগুলির মতো ভারতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা সম্ভব হবে না।
তবুও, জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে এই সূর্যগ্রহণ এক অনন্য অধ্যায় হয়ে থাকবে—যা মানবসভ্যতার আকাশচর্চায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।



