Wednesday, March 19, 2025
spot_img
27.9 C
West Bengal

Latest Update

Abhishek Banerjee

Abhishek Banerjee | চোখে অষ্টম অস্ত্রোপচার সফল, জানালেন অভিষেক

Follow us on :

কলকাতা: ২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল। তাঁর বাঁ চোখে গুরুতর আঘাত লেগেছিল। সেই থেকে আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে একাধিক বার তাঁর বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে।

সোমবার অভিষেক নিজের এক্স পোস্টে তাঁর রক্ত-জমাট চোখের ছবি পোস্ট করে জানিয়েছেন, এই নিয়ে অষ্টম বার অস্ত্রোপচার হল। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, চলতি মাসে আমেরিকায় প্রায় সাত ঘণ্টা ধরে অপারেশন হয়েছিল তাঁর চোখে।

অভিষেক লিখেছেন, ‘‘আমার চোখের সাম্প্রতিক অস্ত্রোপচারের পর সদয় শুভকামনার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার পর থেকে আমি আমার দৃষ্টিশক্তি নিয়ে ধারাবাহিক ভাবে সমস্যার মুখোমুখি হয়েছি। এই নিয়ে অষ্টম অস্ত্রোপচার হল। এ বার ভাল ভাবেই হয়েছে সব কিছু। সে কথা জানাতে পেরে আমি খুশি। দ্রুত আরোগ্য এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ পুনরুদ্ধার নিশ্চিত করতে কিছু পোস্ট-অপারেটিভ নির্দেশিকা এবং সতর্কতা অনুসরণ করতে হবে। আমি আশাবাদী এবং আন্তরিক ভাবে আপনাদের সমস্ত ভালবাসা, উদ্বেগ এবং সদয় শুভকামনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’’

Entertainment