Saturday, April 19, 2025
spot_img
36.2 C
West Bengal

timeline post

সত্যজিৎ রায় (Satyajit Ray) নামটা শুনলেই, কেমন একটা ভালো লাগা শুরু হয়ে যায়। কারণ, বাংলা সিনেমা আর বাঙালির সংমিশ্রণ আজ পর্যন্ত সত্যজিৎ রায় যা করেছেন তা এখনও যেন বহন করে চলেছে বাঙালি। সোনার কেল্লা, বাইসেপ একটার পর একটা ডায়লগ, রেল গাড়ি দেখতে ছুটে যাওয়ার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। কানে বেজে ওঠে বিখ্যাত বিখ্যাত ডায়লগ।

আর আজ ২ মে। সত্যজিৎ রায়ের জন্মদিন। সত্যজিৎ রায় সম্পর্কে অস্কারজয়ী বিখ্যাত জাপানি চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়া বলেছিলেন, ‘রায়ের চলচ্চিত্র না দেখার বিষয়টি এমন যে, আপনি পৃথিবীতে বসবাস করছেন, অথচ সূর্য বা চাঁদ দেখেনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here