Saturday, March 15, 2025
spot_img
23.8 C
West Bengal

Latest Update

Paris Olympics 2024

প্রেমের শহরে ‘সোনা-মন’ জিতলেন এই ব্যাডমিন্টন তারকা

সাধে কি আর প্রেমের শহর বলে প্যারিসকে

Follow us on :

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিক্স (Paris Olympics 2024) সাক্ষী থাকল এক অসাধারণ মুহূর্তের। সোনা জয়ের পরই সতীর্থর থেকে বিয়ের প্রস্তাব পেলেন এক অ্যাথলিটিক। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ইয়াকিয়ং এবং ইউচেন দেশের হয়ে পদক জিততে গিয়েছেন প্যারিসে। ব্যাডমিন্টন থেকে চিন এখনও পর্যন্ত একটিই পদক জিতেছে। সেই পদক এনে দিয়েছেন ইয়াকিয়ং। তাঁর প্রেমিক ইউচেন যদিও পারেননি। তিনি ছিলেন পুরুষদের ডাবলস ইভেন্টে। তাঁর প্রেমিকা সোনা জিততেই বিয়ের প্রস্তাব দিলেন ইউচেন। হাঁটু মুড়ে বসে আংটি পরিয়ে দিলেন ইয়াকিয়ংকে। প্যারিসের লা শাপেলে এরিনা তখন ভর্তি। চিৎকার করছে দর্শক। উৎসাহ দিচ্ছেন ইউচেনকে। তার মাঝেই পকেট থেকে আংটি বার করে সোনার পদকজয়ী ইয়াকিয়ংয়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলেন ইউচেন। দিলেন বিয়ের প্রস্তাব। নেডিজেনরা বলছেন, সাধে কি আর প্রেমের শহর বলে প্যারিসকে।

পদকের হ্যাটট্রিক হলো না মনুর

Entertainment