Thursday, January 22, 2026
spot_img
25.3 C
West Bengal

Latest Update

Dibrugarh Express Derailed

বেলাইন ডিব্রুগড় এক্সপ্রেস, হেল্প লাইন চালু রেলের

প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে

Follow us on :

উত্তরপ্রদেশ: গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস (Dibrugarh Express Derailed)। ডিব্রুগড় এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনা। আপাতত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। এসি কোচের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

15904- ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়। বৃহস্পতিবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় ছেড়েছিল এই ট্রেন। বৃহস্পতিবার দুপুরের একটু পরে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। এখন আপাতত উদ্ধারকাজে নজর দিচ্ছে রেল। চালু হয়েছে হেল্প লাইন নম্বরও (Help Line Number)। দেখে নিন হেল্প লাইন নম্বর।

 

Entertainment