Thursday, January 22, 2026
spot_img
15.6 C
West Bengal

Latest Update

Lovlina Borgohain

আর এক ম্যাচ, তাহলেই পদক লভলিনার

৪ অগাস্ট কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ চিনের লি কুইয়ান

Follow us on :

স্পোর্টস ডেস্ক: পর পর দু’টি অলিম্পিক্সে পদক জেতার সুযোগ লভলিনার সামনে। মহিলাদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)। আর একটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত হয়ে যাবে তাঁর।প্যারিসে পদক নিশ্চিত করতে হলে আর একটি ম্যাচ জিততে হবে দেশের অন্যতম সেরা মহিলা বক্সারকে। আগামী ৪ অগাস্ট কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ চিনের লি কুইয়ান।

কুস্তিতে সুশীল কুমার এবং ব্যাডমিন্টনে পিভি সিন্ধু ছাড়া ভারতের আর কোনও খেলোয়াড়ের ব্যক্তিগত ইভেন্টে পর পর দুই অলিম্পিক্সে পদক নেই।

অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসেবে কী রেকর্ড গড়লেন মনু ভাকের?

Entertainment