Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Rohit Sharma

Rohit Sharma | Virat Kohli | রোহিত-কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য রাহুলের

Follow us on :

স্পোর্টস ডেস্ক: গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হিসেবে থাকবেন কি না—এই জল্পনা থেকে নজর সরিয়ে এখন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় প্রশ্ন, এক দিনের বিশ্বকাপের দলে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) জায়গা হবে কি না। নির্বাচক অজিত আগরকর ও তাঁর কমিটি কী সিদ্ধান্ত নেবেন তা সময় বলবে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজের আগে ভারতীয় দল যেন বার্তা দিয়ে দিল—এই দুই সিনিয়রের অভিজ্ঞতা এখনও দলের অমূল্য সম্পদ।

রোহিত ও বিরাট থাকলে সাজঘরের পরিবেশ পাল্টে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়—এমনটাই জানালেন অধিনায়ক লোকেশ রাহুল। প্রায় ন’মাস পর ফের দেশের মাটিতে সাদা বলের ক্রিকেটে ফিরতে চলা রোহিত-কোহলি ইতিমধ্যেই রাঁচীতে অনুশীলনে নেমে পড়েছেন। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, “রোহিত ও কোহলির গুরুত্ব আমাদের দলে অসীম। ওদের মতো সিনিয়র ক্রিকেটার সাজঘরে থাকলে বাকিদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। ওদের অভিজ্ঞতা দলের প্রতিটি সদস্যকে সাহায্য করে। ওদের ফিরে পাওয়া খুবই ভাল খবর।”

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হওয়ার পর এবার লক্ষ্য এক দিনের সিরিজ জয়। রাহুলের স্পষ্ট মত, “জেতাটাই আসল। আগের ম্যাচে কী হয়েছে ভুলে কালকের ম্যাচে পূর্ণ জোর দেব। দল হিসেবে খেলাই আমাদের লক্ষ্য এবং সিরিজ জিততেই চাই।”

এই সিরিজে নেই শুভমন গিল। ফলে প্রথম ম্যাচে হয়তো ঋষভ পন্থকে দেখা যেতে পারে। তাঁর ভূমিকা নিয়ে জল্পনা রয়েছে—উইকেটরক্ষক নাকি শুধু ব্যাটার? রাহুলের বক্তব্য, “পন্থ ব্যাটার হিসেবেও যথেষ্ট যোগ্য। কাল কে খেলবে তা কালই জানা যাবে। তবে যদি পন্থ খেলেই, সে-ই কিপিং করবে, আমি ফিল্ডিং করব।”

এদিকে ভারত ‘এ’ দলের হয়ে শতরান করে জায়গা পাওয়া রুতুরাজ গায়কোয়াড়ের মাঠে নামা এখনও নিশ্চিত নয়। রাহুল বলেন, “রুতু দুর্দান্ত ব্যাটার। যতবার সুযোগ পেয়েছে, নিজের জাত চিনিয়েছে। ও আরও সুযোগ পাওয়ার যোগ্য। কিন্তু একাদশে তো ১১ জনই খেলতে পারে। সবদিক বিবেচনা করেই দল বেছে নিতে হয়।”

সব মিলিয়ে আসন্ন সিরিজের আগে ভারতীয় দলের স্পষ্ট বার্তা—রোহিত ও বিরাট এখনও দলের অপরিহার্য স্তম্ভ, এবং বিশ্বকাপ নিয়েও তাঁদের ভূমিকা নিয়ে দলের মধ্যে কোনও দ্বিধা নেই।

Entertainment