Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

IPL 2024 Winner

KKR | চ্যাম্পিয়ন কলকাতা, মাত্র ৬৩ বলেই শেষ হায়দরাবাদ

১০ ওভার ৩ বলে ম্যাচ শেষ করে কলকাতা নাইট রাইডার্স

Follow us on :

চেন্নাই: মাত্র ৬৩ বলেই শেষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে মাত্র ১১৩ রানেই শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। সৌজন্যে কলকাতার বোলারদের বিধ্বংসী বোলিং। আর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভার ৩ বলে ম্যাচ শেষ করে কলকাতা নাইট রাইডার্স। ৮ উইকেটে ম্যাচ জেতে কলকাতা।

১১৪ করতে গিয়ে শুরুতেই সুনীল নারিন আউট, সামান্য টেনশন হয়েছিল। কিন্তু রহমানুল্লাহ গুরবাজ এবং বেঙ্কটেশ আইয়ার সামলে নিলেন। আইয়ার ২৪ বলে ৫০ করলেন, গুরবাজও হাফ-সেঞ্চুরি করতেন, যদি না উদ্ভটভাবে আউট দেওয়া হত। যাই হোক, মাত্র ১০.৩ ওভারে রান তুলে দিয়ে বিজয়ী নাইট রাইডার্স। পরের বছর তাদের জার্সিতে তিনটে তারা থাকবে।

Entertainment