Wednesday, July 16, 2025
spot_img
32.6 C
West Bengal

Latest Update

Ashwin-Jadeja

Ashwin-Jadeja | চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে কী কী রেকর্ড হল?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: প্রথম দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ৩৩৯। অশ্বিন ও জাদেজার (Ashwin-Jadeja) মধ্যে ১৯৫ রানের জুটি হল। বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড করলেন ভারতীয় জুটি। কী কী রেকর্ড হল একনজরে দেখে নেওয়া যাক-

টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটি গড়লেন অশ্বিন ও জাদেজা। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকর ও জাহির খানের মধ্যে। ১৩৩ রান করেছিলেন তাঁরা। এখনও অপরাজিত রয়েছেন তাঁরা। দ্বিতীয় দিন এই জুটি আরও বড় করার চেষ্টা করবেন ভারতের দুই ব্যাটার।

ঘরের মাঠে সপ্তম উইকেটে সবচেয়ে বেশি রানের জুটিতে দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন ও জাদেজা। শীর্ষে কপিল দেব ও সৈয়দ কিরমানি। ভারতের মাটিতে ১৪টি ম্যাচে ৬১৭ রান করেছেন তাঁরা।

উল্লেখ্য, টেস্টে ষষ্ঠ শতরান করলেন রবিচন্দন অশ্বিন। ১০টি চার ও দু’টি ছক্কা মেরেছেন অশ্বিন। অন্যদিকে, জাদেজা ১১৭ বলে ৮৬ রানে খেলছেন। তিনিও ১০টি চার ও দু’টি ছক্কা মেরেছেন।

Entertainment