প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করল বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল (Team India)। তাঁর সঙ্গে ট্রফি নিয়ে ছবি তুললেন রোহিত শর্মা (Rohit Sharma), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সহ গোটা টিম। হালকা মেজাজে আলাপচারিতা চলল কিছুক্ষণ। আজ (বৃহস্পতিবার) সকালে নয়াদিল্লিতে আসে ভারতীয় দলের বিমান। সেখান থেকে তাঁরা চলে যান হোটেলে। হোটেল থেকে ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন বিরাট কোহলিরা। এরপরের গন্তব্য মুম্বই।
মুম্বই শহরে হুডখোলা বাসে চড়ে ভিক্ট্রি-প্যারেড করবে ভারতীয় দল। সেই বাস ইতিমধ্যেই সেজে উঠেছে। বাসের গায়ে বড় করে সেঁটে দেওয়া হয়েছে ভারতের বিশ্বকাপ ট্রফি তোলার মুহূর্ত। হুডখোলা বাসে চেপে মুম্বই শহর ঘুরবে ভারতীয় ক্রিকেট দল। লক্ষ লক্ষ মানুষ তাঁদের অভিনন্দন জানাবেন।