Saturday, March 22, 2025
spot_img
21.3 C
West Bengal

Latest Update

পরজিত সুনক, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টার্মার

কোনও রকমে ১০০-র গণ্ডি পার করেছে সুনকের দল

Follow us on :

ব্রিটেনের মসনদ বসতে চলেছে লেবার পার্টি। শুক্রবার ভোট গণনা পূর্বাভাস অনুযায়ী, ঋষি সুনকের কনজারভেটিভ পার্টির থেকে অনেকটাই এগিয়ে লেবার পার্টির কিয়ার স্টারমার। ১৪ বছর পর সরতে চলেছে ডানপন্থী কনজারভেটিভ পার্টি। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়া উদযাপন করেছিলেন ভারতীয়রা। তবে, তাঁর নেতৃত্বে এবারের ভোটে কনজারভেটিভদের ঐতিহাসিক পরাজয় হতে চলেছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল বুথ ফেরত সমীক্ষায়। বাস্তবে তাই হলো। কোনও রকমে ১০০-র গণ্ডি পার করেছে সুনকের দল।

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ ফেরত সমীক্ষা বলেছে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন, বামপন্থী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুক্রবার ভোটগণনা শুরু হওয়ার পর ৬৫০ আসনের ব্রিটিশ পার্লামেন্টে অনেক বেশি আসনে এগিয়েছিল লেবার পার্টি। বেশ অনেকটাই পিছিয়ে ছিল সুনকের কনজারভেটিভ পার্টি। এই ফলাফলের প্রেক্ষিতে সুনক বলেন, লেবার পার্টি সাধারণ নির্বাচনে জিতেছে। আমি কিয়ের স্টার্মারকে ফোন করে এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আজই শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর হবে পাশাপাশি লেবার পার্টির স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন সুনক। একইসঙ্গে0ফলাফলে তাঁর দলের কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন সুনক। তিনি বলেন, আমি দুঃখিত। আমি এই পরাজয়ের দায় স্বীকার করছি।

 

হেলিপোর্ট গড়ছে রাজ্য, কোন ৩ জেলায় জেনে নিন

Entertainment