Wednesday, February 12, 2025
spot_img
20.8 C
West Bengal

Latest Update

5th International Kolkata Short Film Festival

IKSFF | যেন শেষ হয়েও হইল না শেষ, অপেক্ষা আগামী বছরের

Follow us on :

কলকাতা: পরিসমাপ্তি ঘটল পঞ্চম আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের (IKSFF)। সাধারণতন্ত্র দিবসের দিন রোটারি সদনে (Rotary Sadan) একগুচ্ছ ছোট ছবি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল উৎসব। জীবনকৃতি সম্মান পেলেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)। সেরা গায়ক হলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।

এদিন প্রদর্শিত হয় অভিনেতা-গায়ক-পরিচালক অনির্বাণের মিউজিক ভিডিও ‘তোমার আমার গল্প’। টিজার লঞ্চ হয় সুমন মৈত্রের পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘অ২’-এর। এই ছবি নির্মিত হয়েছে কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে নিয়ে। দেখানো হয় বাংলার অন্যতম সেরা অভিনেতা প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপর তৈরি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘অরোরা বোরিয়ালিস’। এছাড়াও প্রদর্শিত হয় বহু ভারতীয় শর্ট ফিল্ম।

ছোট ছবির বড় উৎসবে অভিনেতা, সহ-অভিনেতা, শিশুশিল্পী সহ ৪০টি বিভাগের সেরাদের পুরস্কৃত করা হয় এদিন। আইকেএসএফএফ-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, উৎসবের সাফল্যে তিনি নিজেই আপ্লুত। এবারের সাফল্যকে পাথেয় করে পরের বছরের উৎসবের প্রস্তুতিতে এখন থেকেই নামতে চান তিনি।

উৎসবের ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী জানালেন, বিদেশি ছবির পাশাপাশি পুরস্কৃত হয়েছে ভারতীয় ছবিও। ‘রং’, ‘কাশ’, ‘পিপল’, ‘প্লিজ রিমেমবার’ ইত্যাদি ছবির নাম করলেন তিনি। দর্শকদের বার বার শর্টফিল্ম দেখার অনুরোধ জানালেন শাশ্বতী। ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও ছোট ছবির জন্য এগিয়ে আসার আর্জি জানান তিনি।

প্রযোজক অনিমেষ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অসম্ভব ভালো সাড়া পেয়েছি। আগামী বছরের জন্য দিনগোনা শুরু। আরও ভালো ভালো শর্ট ফিল্ম তৈরি হবে এই আশা রাখব।

Entertainment