ওয়েব ডেস্ক: শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2025)। জমে উঠেছে অস্ট্রেলিয়া (Australia) এবং দক্ষিণ আফ্রিকার (South Africa) বাইশ গজের লড়াই। ইতিমধ্যে শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা। কিন্তু লর্ডসে এই দিনের শুরুটা ছিল আবেগঘন। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন দুই দলের ক্রিকেটাররা। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহতদের শেষ শ্রদ্ধা জানাতে এই বিশেষ পদক্ষেপ নিয়েছে আইসিসি (ICC)।
তখন সবেমাত্র শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা। সেই সময় ভারতের আহমেদাবাদের মেঘানি নগরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানটি (Ahmedabad Plane Crash)। ক্রু সদস্য সহ ২৪২ জন ছিলেন সেই বিমানে। এক যাত্রী ছাড়া সকলেই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। আর নিহত ২৪১ জনের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন অজি এবং প্রোটিয়া ক্রিকেটাররা। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়াও এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে। ইন্টার-স্কোয়াড ম্যাচে নামার আগে তাঁরাও নীরবতা পালন করেন ও কালো আর্মব্যান্ড পরেন।
এদিকে, লর্ডসের ক্রিকেটে নজর ফেরালে দেখা যায়, তৃতীয় দিনের শুরুতেই দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার নবম উইকেট দ্রুত তুলে নেয় তারা। নাথান লিওন মাত্র ২ রান করে রাবাডার শিকার হন। তবে অন্যপ্রান্তে মিচেল স্টার্ক লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন জশ হ্যাজেলউড।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ২১২ রান। দক্ষিণ আফ্রিকারও প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৩৮ রানে। দ্বিতীয় দিন সকালে বাভুমা-বেডিংহ্যাম জুটিতে ৬৪ রান এলেও, পরে সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি প্রোটিয়ারা। এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে কামিন্স কার্যত একাই ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামে। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৪৪।
View this post on Instagram