ওয়েব ডেস্ক: বন্ধুত্ব গত কয়েক বছরের। ঘনিষ্ঠেরা জানতেনও, চার হাত এক হবে। শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। ৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়া দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ। খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রীদের বিদেশে বা দেশের কোনও প্রাচীন প্রাসাদ-কেল্লায় ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নতুন নয়। কিন্তু দুই দেশজ রাজনীতিকের এ হেন বিবাহ দেশে বিরল। যদিও একে সে ভাবে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বলা যায় না। ভিড়ভাট্টা এড়াতেই বার্লিন বেছে নেওয়া বলে জানাচ্ছে যুগলের ঘনিষ্ঠমহল।
এক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সোনার গয়নায় সেজেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর হাত ধরে রয়েছেন যে পুরুষ তাঁর নাম পিনাকী মিশ্র। তিনি বিজু জনতা দলের নেতা এবং পুরী লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। পিনাকী এবং মহুয়ার হাতে হাত ধরা, উজ্জ্বল হাসিমুখের ছবি দেখেই বিয়ের জল্পনা ছড়িয়েছে।
বলাবাহুল্য, মহুয়া দীর্ঘ দিন মার্কিন অর্থলগ্নি সংস্থা ‘জেপি মর্গ্যান অ্যান্ড চেস’-এ কর্মরত ছিলেন। সংস্থার ভাইস প্রেসিডেন্টও হয়েছিলেন তিনি। সেই পর্বেই ডেনিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল মহুয়ার। দু’জনের বিবাহও হয়। পরে তাতে ছেদ পড়ে। মহুয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে লার্স ফের বিবাহ করেন। তাঁর সন্তানও রয়েছে। অন্য দিকে, পিনাকী প্রথম বিবাহ করেন ওড়িশারই সঙ্গীতা মিশ্রকে। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। বেশ কয়েক বছর হল পিনাকী এবং সঙ্গীতার বিবাহবিচ্ছেদ হয়েছে।