Saturday, July 19, 2025
spot_img
29.1 C
West Bengal

Latest Update

Corona

Corona | দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

Follow us on :

ওয়েব ডেস্ক: করোনার (Corona) কড়াল গ্রাসে ফের জেরবার হচ্ছে দেশের মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের (Affected) সংখ্যা। ভয় বাড়ছে জনমনে। আগেই দেশে করোনা আক্রান্তের (Covid-19) সংখ্যা সাত হাজারে পৌঁছেছিল। আর এবার দেশে কোভিড আক্রান্তের (Covid-19) সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৪০০। অর্থাৎ প্রায় সাড়ে সাত হাজার ছুঁই ছুঁই কোভিড আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ২৬৯ জন।

গোটা দেশে আক্রান্তের নিরিখে কেরল (Kerala) রয়েছে শীর্ষ তালিকায়। সেই রাজ্যে করোনায় আক্রান্ত মোট ২১০৯ জন। তবে শুধু আক্রান্তের সংখ্যা নয়, জনমনে আতঙ্ক বাড়ছে মৃত্যুর সংখ্যা দেখেও। জানা গিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে (Covid19) প্রাণ হারিয়েছেন ৯ জন। কেরলের (Kerala) পরই নাম রয়েছে গুজরাতের (Gujrat)। সে রাজ্যে আক্রান্ত মোট ১৪৩৭ জন। তৃতীয় স্থানে নাম রয়েছে বাংলার (West Bengal)। পশ্চিমবঙ্গে (West Bengal)আক্রান্তের সংখ্যা ৭৪৭। তবে স্বস্তি এটাই যে বাংলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের হদিশ মেলেনি।

তালিকায় নাম রয়েছে দিল্লি (Delhi), মহারাষ্ট্র (Maharastra), কর্নাটক (Karnatak), উত্তরপ্রদেশ (Uttarpradesh) ও তামিলনাড়ুর (Tamilnadu)। রাজধানী দিল্লিতে (Delhi) আক্রান্ত ৬৭২ জন। তবে সে রাজ্যে সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে। সে রাজ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪২ জন। মহারাষ্ট্রে (Maharastra) আক্রান্তের সংখ্যা ৬১৩। সে রাজ্যেও সুস্থতার হার ভাল। কর্ণাটকে (Karnatak) গত ২৪ ঘন্টায় সে আক্রান্ত ১৩২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫২৭। যোগী রাজ্য উত্তরপ্রদেশে আক্রান্ত মোট ২৪৮ জন। পাশাপাশি, তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৩২।

উল্লেখ্য, ২০১৯ সালের পর নতুন করে করোনার চোখ রাঙানিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। হু হু করে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়ছে চরমে। তবে সরকার এ বিষয়ে যথেষ্ট সতর্ক। অযথা আতঙ্কের কারণ নেই বলে আশ্বাস মিলেছে সরকারের তরফে। এছাড়াও চিকিৎসকেরাও উদ্বেগ না ছড়িয়ে, সুস্থ থাকার একাধিক পরামর্শ দিচ্ছেন।

Entertainment