স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক খুঁজতে হত ভারতকে। ইংল্যান্ড সফরের জন্য শনিবার সেই অধিনায়কের নাম ঘোষণা করে দিল বোর্ড। ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল (Subhman Gill)। ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দলও ঘোষণা করল বোর্ড।
কেন শুভমন গিলকে অধিনায়ক করা হল, তার ব্যাখ্যাও দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। তিনি জানিয়েছেন, “একটা বা দুটো সিরিজের জন্য অধিনায়ক বাছা হয় না। আমাদের দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে। শেষ এক বছরে আমরা শুভমানকে দেখেছি, আগেরবার যখন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলাম তখনও দেখেছি। ড্রেসিং রুমে জোরালো প্রভাব ছিল ওর। আমরা জানি ও টি২০তে গুজরাতের নেতৃত্ব তবে আমরা আশা করছি ওই সঠিক লোক। হ্যাঁ, এটা খুব চাপের দায়িত্ব তবে আশা করছি নেতৃত্ব দেওয়ার ওই সঠিক ব্যক্তি। আমাদের শুভকামনা রইল।”
পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ। তিনি দলের সহ-অধিনায়কও। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ধ্রুব জুরেল। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটার। এবার একনজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ড সফরে ভারতের স্কোয়াড-
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব।