ওয়েব ডেস্ক: মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে সেই শুনানি স্থগিত করে দেন প্রধান বিচারপতি। তবে তিনি জানান, বুধবারই এই মামলার শুনানি হবে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশনামাতেও সে কথার উল্লেখ রয়েছে। জানানো হয়, বুধবার শুনানির তালিকায় প্রথম থাকবে আরজি কর মামলা।
গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ থেকে এক মহিলা চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে তাঁকে ধর্যণ করে খুন করা হয়েছে। গত তিন মাস ধরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। নির্যাতিতার জন্য বিচারের দাবিতে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তার পরই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে মামলা শুনবে বলে জানায়। সেই থেকে শীর্ষ আদালতের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত করছে সিবিআই।