Wednesday, July 16, 2025
spot_img
32.6 C
West Bengal

Latest Update

IPL Auction

IPL Auction | প্রথম দিনে কোন কোন ক্রিকেটার কিনল KKR?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: আইপিএলের বড় নিলাম (IPL Auction) চলছে। ১০টি দলের কর্তৃপক্ষও সেরা একাদশ তৈরির পরিকল্পনা সেরে ফেলেছেন। নিলামে লড়াই চলছে বেশ কয়েক জন ক্রিকেটারকে নিয়ে। তবে সবচেয়ে বেশি আলোচনা কলকাতা টিমের ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। ২০ লক্ষ টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে ২০২১ সালে কিনেছিল কেকেআর। পরের বছর তাঁকে ধরে রাখে কলকাতা। ৮ কোটি টাকা দিয়েছিল সেই সময়। এ বারে তাঁর দাম বেড়ে হল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা। যা বিরাট কোহলির থেকেও বেশি। আগের থেকে বেঙ্কটেশের দাম বাড়ল ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা। জল্পনা, এই সিজনে তাঁকে অধিনায়কও করতে পারে কলকাতা নাইট রাইডার্স।

কিন্তু যখন রিটেনশন হয়েছিল, তখন নিজের নাম না দেখে কেঁদেছিলেন ভেঙ্কটেশ। বেঙ্কটেশ বলেছিলেন, “আমি ওই তালিকায় থাকতে চেয়েছিলাম। কেকেআর আমাকে প্রথম সুযোগ দিয়েছে। আজ যা হয়েছি এই দলের জন্য। কেকেআরের সঙ্গে আমার সম্পর্ক ক্রিকেটের বাইরেও। এটা আবেগের সম্পর্ক। তাই নাম না দেখে কেঁদে ফেলেছিলাম।”

এবার দেখে নেওয়া যাক প্রথম দিনে কলকাতা নাইট রাইডার্সের টিমে কাদের নিল?

ভেঙ্কটেশ আইয়ার, কুইনটন ডি’কক, রহমতুল্লা গুরবাজ, এনরিক নর্ৎজে, অঙ্কৃশ রঘুবংশী, বৈভব অরোরা, মায়াঙ্ক মারকাণ্ডে

Entertainment