Sunday, June 15, 2025
spot_img
32.5 C
West Bengal

Latest Update

ICC

ক্রিকেটের নিয়মে পরিবর্তন আনছে ICC, কী কী পরিবর্তন?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ফের ক্রিকেটের একাধিক নিয়মে (Cricket Rules) পরিবর্তন করতে চলেছে আইসিসি (ICC)। জুন মাসের নতুন টেস্ট চক্র (WTC) থেকে লাগু হবে লাল বলের ক্রিকেটের বেশ কিছু নতুন নিয়ম। শুধু তাই নয়, সাদা বলের ক্রিকেট অর্থাৎ, ওডিআই ক্রিকেটেও (ODI Cricket) আসছে নতুন নিয়ম। মে মাসের শেষ দিনেই এই বড় ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কী কী নিয়মে আসছে বদল? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক।

কনকাসন সাব (Concussion Sub): এতদিন টেস্ট ক্রিকেটে কোনও ক্রিকেটার মাথায় চোট পেলে দলগুলিকে বিকল্প খেলোয়াড় নামানোর অনুমতি দেওয়া হত। তবে নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে পাঁচজন ক্রিকেটারের (একজন ব্যাটার, একজন ফাস্ট বোলার, একজন স্পিনার, একজন অলরাউন্ডার এবং একজন উইকেটকিপার) একটি তালিকা জমা দিতে হবে ম্যাচ রেফারির কাছে। যদি কোনও ক্রিকেটার চোট পান, তবে শুধু এই তালিকাভুক্ত খেলোয়াড়দের মধ্য থেকেই বদলি নামানো যাবে। তবে এক্ষেত্রে ‘লাইক-ফর-লাইক’ নীতি লাগু হবে। অর্থাৎ, কোনও স্পিনার চোট পেলে তাঁর পরিবর্তে কেবল স্পিনারই নেওয়া যাবে।

ওডিআই ক্রিকেটে বলের নিয়মে পরিবর্তন: ওয়ানডে ক্রিকেটে এতদিন পর্যন্ত একটি ইনিংসে দুটি নতুন বল ব্যবহৃত হত। একটি বল ২৫ ওভার পর্যন্ত ব্যবহৃত হত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ওভার থেকে ৩৪তম ওভার পর্যন্ত দুটি নতুন বল ব্যবহৃত হবে। এরপর ৩৫তম ওভারের আগে ফিল্ডিং দলকে দুটি বলের মধ্যে একটি বেছে নিতে হবে, এবং সেই বলটিই ইনিংসের শেষ পর্যন্ত ব্যবহার করা হবে। তবে, যদি কোনও ম্যাচ ২৫ ওভার বা তার কম ওভারের হয়, তাহলে প্রত্যেক দল একটি করে নতুন বলই পাবে।

কবে কার্যকর হবে নতুন নিয়মগুলি?

১৭ জুন, ২০২৫: শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট ম্যাচ থেকে চালু হবে কনকাসন সাব সংক্রান্ত নতুন নিয়ম।

২ জুলাই, ২০২৫: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে বল ব্যবহারের নিয়ম চালু হবে।

তবে অ্যাপেক্স কাউন্সিল এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি। সময়মতো জানিয়ে দেওয়া হবে। কিছু নিয়ম একই থাকবে।

Entertainment