ওয়েব ডেস্ক: রয়েছে নিম্নচাপের (Low Pressure) ভ্রুকুটি। শক্তি বাড়িয়ে টানা ৭ দিন বঙ্গে তাণ্ডব চালাবে নিম্নচাপ (Weather Update)। বৃষ্টির (Rain) সঙ্গে বইয়ে ঝোড়ো হাওয়া । ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Light Rain) সম্ভাবনা। জুনের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা (Thunderstorm warning) । নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র। তাই শনিবার পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর, ওড়িশা, পশ্চিবঙ্গ ও বাংলাদেশ উপকূল বরাবর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। পর্যটক ওই এলাকায় ঘুরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল, তা শক্তি হারিয়ে ধীরে ধীরে বাংলাদেশেই অবস্থান করছে। এর পর সিস্টেমটি মেঘালয়ের দিকে সরছে। নিম্নচাপের প্রভাবে গরমে দাপট কিছুটা কমলেও মেঘ বৃষ্টির লুকোচুরি চলছে। ফলে এখনই বৃষ্টি থেকে রেহাই মিলবে না বঙ্গবাসীর। ফলে শনিবারও একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
অপরদিকে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি না হলেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর রবিবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে।