Sunday, June 15, 2025
spot_img
32.5 C
West Bengal

Latest Update

Narendra Modi

Narendra Modi | সিকিম সফর বাতিল নরেন্দ্র মোদির

Follow us on :

ওয়েব ডেস্ক: খারাপ আবহাওয়ার কারণে সিকিম (Sikkim) সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আপাতত, তিনি রয়েছেন শিলিগুড়ির বাগডোগরাতে। সিকিমে না গেলেও সেখানকার কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিলেন মোদি।

সিকিমের ৫০ বছর পূর্তিতে (Sikkim’s 50th anniversary) ভার্চুয়ালি বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী। আজ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিম,পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে ২ দিনের সফর শুরু করেছেন বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। সিকিম সফর সেরেই তাঁর আসার কথা বাংলার আলিপুদুয়ারে। তবে দুর্যোগের কারণে এদিন সিকিম সফর বাতিল হল প্রধানমন্ত্রীর। সিকিমের আবহাওয়া খারাপ থাকায় বাগডোগরা বায়ুসেনার আলফা জোনেই রয়েছেন প্রধানমন্ত্রী। এদিন ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজ সিকিমের জন্য বিশেষ দিন। সিকিমে গণতন্ত্র যাত্রার সুবর্ণ জয়ন্তী বর্ষ।

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিমান। তারপর সেখান থেকে বায়ুসেনার ভিআইপি লাউঞ্জে পৌঁছে যান প্রধানমন্ত্রী। আবহাওয়া স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু আবহাওয়া কুয়াশায় ঢাকা ও দৃশ্যমানতা কম থাকায় বায়ুসেনার বিমানঘাঁটি থেকেই ভার্চুয়ালি সিকিমের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

সিকিমের পরেই আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী। কিন্তু বাংলাতেই নিম্নচাপের কারণে আবহাওয়ার অবস্থা ভালো নয়। সেক্ষেত্রেও আকাশপথ ছেড়ে বিকল্প সড়ক পথে যাওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে। জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Entertainment