কলকাতা: বঙ্গোপসাগরে (Bay Of Bengal) নিম্নচাপ (Low Pressure) শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ ধেয়ে আসছে স্থলভাগের দিকে। যার জেরে দক্ষিণ ২৪ পরগনা (South Bengal) জেলা জুড়ে প্রবল দুর্যোগের (Severe Disaster) সর্তকতা জারি করা হয়েছে। সুন্দরবনের (Sundarban) উপকূলে নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। আজ জেলা জুড়ে কমলা সতর্কতা (Orange Alert) জারি রয়েছে।
নিম্নচাপের জেরে রাত থেকে টানা ভারী থেকে অতিভারী (Heavy Rain) বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টির তীব্রতা বেশী। উপকূলে দমকা বাতাস বইছে। আজ দিনভর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জেলায় সর্বোচ্চ ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে অমাবস্যার কোটালের প্রভাবে সুন্দরবনের নদী ও সমুদ্রে জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ।
ইতিমধ্যে সুন্দরবনের গঙ্গাসাগর, মৌসুনি, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা, কুলতলির বেশ কিছু বেহাল বাঁধ দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। টানা বৃষ্টিতে মাটির বাঁধগুলোর সঙ্গীন অবস্থা। জলোচ্ছ্বাসের জেরে যে কোনও সময় বড়সড় ধস নিতে পারে। যুদ্ধকালীন তৎপরতা একাধিক জায়গায় চলছে বাঁধ মেরামতের কাজ।
জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রেখেছে। জেলা, মহকুমা ও ব্লকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন আছে দুর্গত এলাকায়৷ ব্লকে শুকনো খাবার, জলের পাউচ মজুত করা হয়েছে।
প্রয়োজনে দুর্গত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে তুলে নিয়ে যাওয়া হবে। পরিস্থিতির অবনতি হলে জেলার ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে।