কলকাতা: বঙ্গোপসাগরে (Bay of Bengal Low Pressure) ঘণীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’ (Cyclone Shakti)। ঘূর্ণিঝড় শক্তির মোকাবিলায় তৎপর সাগর ব্লক প্রশাসন ৷ রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উপকূলবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকরা। সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘শক্তি’। এই ঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড়। তবে সরাসরি রাজ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভবনা নেই। যদিও অন্যান্য রাজ্যে ল্যান্ডফল হলেও তার প্রভাব কিছুটা পড়তে পারে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকাগুলিতে।
ঘূর্ণিঝড় শক্তির মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির আশ্রম লাগোয়া সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার। পুণ্যার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে ৷
পাশাপাশি, গঙ্গাসাগরের যে সব এলাকায় নদীবাঁধ দুর্বল। দুর্যোগের সময় ওই সমস্ত নদী বাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্লাড সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে ৷ মজুত রাখা হয়েছে শুকনো খাবার।