Saturday, March 15, 2025
spot_img
30.4 C
West Bengal

Latest Update

Price Hike

Price Hike | ভাইফোঁটায় বাজার আগুন! কোন জিনিসের কত দাম?

Follow us on :

কলকাতা: ভাইফোঁটার আগে বাজার একেবারে আগুন। কোনও জিনিসে হাত দিলেই যেন ছ্যাঁকা লাগছে (Price Hike)। মাছ-মাংসের পাশাপাশি কলকাতার বাজারে সব্জির দামও বেশি। বেগুন, ফুলকপি, লঙ্কা এবং টম্যাটোর দাম অনেকটাই বেশি। এমনকি, যে আলু ছাড়া ভাজা হোক বা বিরিয়ানি, মাংস বাঙালির মুখে রোচে না, তার দামও চড়া।

টাস্ক ফোর্সের সদস্যেরা বেগুন, টম্যাটো, কাঁচালঙ্কার দাম বেশি থাকার কথা মেনে নিলেও দাবি করেছেন, বাকি সব্জির দাম নিয়ন্ত্রণে রয়েছে। আলুর দাম বৃদ্ধি নিয়ে নজরদারি চালানোর কথা জানিয়েছেন তাঁরা। রবিবার, ভ্রাতৃদ্বিতীয়ার দিন উল্টোডাঙার বাজারে চলবে নজরদারি।

Entertainment