স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইজার্সের (KKR) নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) এবং সহঅধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। ২২ মার্চ থেকে শুরু আইপিএল। তার ১৯ দিন আগে অধিনায়ক ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স।
কেকেআরের অধিনায়ক কে হবে তা নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছিল। তালিকায় রাহানের সঙ্গে ছিলেন বেঙ্কটেশ আয়ারও। আবার অনেকে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের নামও করছিলেন। শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞ ক্রিকেটের উপর ভরসা রাখল কেকেআর। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। এ বার আইপিএলেও দেখা যাবে তাঁকে। পাশাপাশি বেঙ্কটেশকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব।
উল্লেখ্য, এ বারের আইপিএলের নিলামে বেঙ্কটেশের জন্য সবচেয়ে বেশি ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছে কেকেআর। তুলনায় রাহানেকে তাঁর ন্যূনতম মূল্য দেড় কোটি টাকায় কিনেছে কলকাতা।
𝕂night. 𝕂aptain. ℝahane. 💜 pic.twitter.com/afi1HHYEHd
— KolkataKnightRiders (@KKRiders) March 3, 2025